অবশেষে হাসপাতালে খালেদা জিয়া

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়েছে। সোমবার (১ এপ্রিল) বেলা ১২টা ৩৬ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর বিএসএমএমইউর মূলফটক দিয়ে প্রবেশ করে। এরপর তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কেবিন ব্লকে নিয়ে যাওয়া হয়।

এর আগে সোমবার বেলা ১২টা ২০ মিনিটে পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়ার গাড়িবহর বিএসএমএমইউর পথে রওনা হয়। ১৬ মিনিটেই গাড়িবহর হাসপাতালে পৌঁছে যায়। এরইমধ্যে বেগম জিয়ার ব্যবহার্য জিনিসপত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে পাঠানো হয়েছে। আজ নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানিতে বেগম জিয়াকে কারাগারে হাজির করার কথা ছিল। কিন্তু কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অসুস্থতার জন্য বেগম জিয়াকে হাজির করা হয়নি।

এই মামলার অভিযোগ গঠনের পরবর্তী তারিখ ১০ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বেগম জিয়ার আইনজীবী। এর আগে, গেলো মাসের শুরুর দিকেও বেগম জিয়াকে একবার বঙ্গবন্ধু মেডিকেলে নেয়ার কথা উঠেছিল। তবে তিনি রাজি না হওয়ায় সেই সময় তাকে হাসপাতালে নেয়া হয়নি।