পুলিশের অপরাধ পর্যালোচনা সভা

রাঙ্গামাটিতে বিদায়ী এসপি’কে উপহার সামগ্রি দিলেন নবাগত এসপি

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদায়ী পুলিশ সুপারকে উপহার সামগ্রি প্রদান করেন নবাগত পুলিশ সুপার।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটির বিদায়ী পুলিশ সুপার মো. আলমগীর কবীর, পিপিএম-সেবা’র সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. ছুফি উল্লাহ’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার নবাগত পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জুনায়েত কাউছার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. মাঈন উদ্দিন চৌধুরী’সহ রাঙ্গামাটি জেলা পুলিশের উর্ধ্বতন অফিসার ও সদস্যবৃন্দ।

সভায় বিদায়ী পুলিশ সুপার মো. আলমগীর কবীর (পিপিএম-সেবা) কে নবাগত পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করেন।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান মামলা সমুহের অগ্রগতি, মাদক উদ্ধার, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে প্রচারণা, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী প্রচারণা প্রভৃতি বিষয়ে সভায় আলোচনা করা হয়।