আগামীকাল বগুড়ার শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি বাদশার প্রথম মৃত্যু বার্ষিকী
আগামীকাল বগুড়ার শিবগঞ্জ উপজেলার পার্টির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজার রহমান বাদশার প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হবে।
সে পৌর এলাকার বানাইলের স্থায়ী বাসিন্দা ও মরহুম ফজলার রহমান ভেন্ডারের প্রথম পুত্র ছিলেন।
সে গত বছরের ২৬ নভেম্বর অসুস্থতা জনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছিলেন। মৃত্যু কালে তিনি ছেলে, মেয়ে ও স্ত্রী সহ সংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
উপজেলা জাতীয়পার্টি সূত্রে জানা যায়, মরহুম মোস্তাফিজার রহমান বাদশা জাতীয় পার্টির জন্য নিবেদিত প্রাণ ছিলেন। সে রাজনৈতিক জীবনের শুরু থেকেই জাতীয় পার্টির সাথে যুক্ত ছিলেন। পাশাপাশি প্রায় ৩৫ বছর ধরে শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার অবদান জাতীয় পার্টি আজীবন শ্রদ্ধাভরে রাখবে।
মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ বরকতিয়া এতিমখানায় কুরআন খতম শেষে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন