আগামী বাজেটে করের চাপ বাড়বে : অর্থমন্ত্রী

২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেট হবে করের বাজেট। এ বাজেটে করের চাপ বাড়বে। ফলে জনজীবনে এর কিছুটা প্রভাব পড়বে। সেক্ষেত্রে সরকারের কিছু করার নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদপত্রের সম্পাদক এবং বেসরকারি টিভি চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রি-বাজেট বৈঠকে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, আগামী ৫ বছরের মধ্যে ভ্যাট দাতার সংখ্যা ৫ লাখ বাড়াতে চাই। পদ্মা সেতুর কাজ ২০১৮ সালেই শেষ হবে। তবে রেলসেতুর কাজ কিছুটা বাকি থাকবে। বাজেটে সরকারের মেগা প্রকল্পগুলো সম্পর্কে আলাদা পুস্তক প্রকাশিত হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী আগামী বছর জিডিপির (মোট জাতীয় উৎপাদন) প্রবৃদ্ধি ৭.৪ শতাংশ ধরা হয়েছে। তবে চলতি অর্থবছরই প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশ অর্জিত হবে।

প্রি-বাজেট বৈঠকে মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, চ্যানেল আই-এর ডিরেক্টর অব নিউজ শাইখ সিরাজ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, সমকালের সম্পাদক গোলাম সারোয়ার, এটিএন বাংলার হেড অব নিউজ জ ই মামুন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, অর্থ বিভাগের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।