আধিপত্যের সংঘর্ষে ছাত্রলীগ নেতার বাবা নিহত
কুষ্টিয়ার সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে মঈনুদ্দিন বিশ্বাস (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার ভোরে উপজেলার আব্দালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মঈনুদ্দিন বিশ্বাস আওয়ামী লীগকর্মী এবং কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের বাবা ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে আব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার স্বপন এবং ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল।
এরই জেরে ভোরে গোলাম মোস্তফার নেতৃত্বে কয়েকশ’ কর্মী-সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চেয়ারম্যান স্বপনের বাড়িতে হামলা চালায়।
এ সময় চেয়ারম্যানের সমর্থক মঈনুদ্দিনসহ অন্যরা হামলা প্রতিরোধের চেষ্টা করেন। এক পর্যায়ে হামলাকারীরা মঈনুদ্দিনকে কুপিয়ে গুরুতর জখম করেন।
পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন