আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে মাগুরায় মানববন্ধন
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মঙ্গলবার আন্তজার্তিক নারী দিবস উপলক্ষ্যে মাগুরা-ঝিনাইদহ সড়কের স্টেডিয়ামের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক দপ্তর ও এডাব মাগুরা শাখাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এ মানববন্ধনের আয়োজন করে।
এ সময় জেলা মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তা ফাতেমা জহুরা, এডাব মাগুরা শাখার সভাপতি কাজী কামরুজ্জামান, সম্পাদক আবু ইমাম মোঃ বাকের, জেলা জেলে অধিকার রক্ষা কমিটির সভাপতি আব্দুর রউফ মাখন, প্রফেসর আফজাল হোসেন, প্রভাষক নাসিমা শিলা, জেলা মহিলা সংস্থার সদস্য লায়লা কানিজ বানু, শরিফুল ইসলাম ও আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
মানববন্ধনে জেলা মহিলা বিষয়ক দপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, স্বেচ্ছাসেবী সংস্থা এডাব, সূর্যের হাসি ক্লিনিক, জাতীয় মহিলা সংস্থার দুই শতাধিক নারী অংশ নেয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন