আর্জেন্টিনাকে ভয়ংকর প্রতিপক্ষ মানছেন ব্রাজিলের রদ্রিগো

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি নিজেদের নয় ব্রাজিলকে রাখছেন ফেবারিটের কাতারে। কারণ হিসেবে মেসি বলেছেন, ব্রাজিলের আছে এক ঝাঁক প্রতিভাবন ও ভয়ংকর ফুটবলার।

এদিকে ব্রাজিলের আক্রমণভাগের অন্যতম ভরসা রদ্রিগো বলছেন, আর্জেন্টিনা কঠিন ও ভয়ংকর প্রতিপক্ষ। তিনি বলেন ‘তারা কঠিন প্রতিপক্ষ, কিন্তু আমি আগেও বলেছি, বিশ্বকাপে কোনো একটি দল ফেবারিট নয়। যেকোনো কিছু হতে পারে। এটা বিশ্বকাপ, এখানেই সবকিছুই কঠিন। কিন্তু কোপা আমেরিকা জিতে তারা প্রমাণ করেছে, আর্জেন্টিনা খুবই ভয়ংকর প্রতিপক্ষ।’

‘মার্কা’কে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রিগো আরও বলেছেন, ‘আগে পাঁচবার শিরোপা জিতেছি বলে শুধু আমরাই ফেবারিট নই। আমরা শক্তিশালী দল, তবে আরও কয়েকটি শক্তিশালী দলও আছে। বিশ্বকাপে কোনো একটা দল ফেবারিট থাকবে না। তবে এবার বিশ্বকাপ জেতার সব সামর্থ্য আমাদের আছে।’

২০১৯ সাল থেকে টানা ৩৫ ম্যাচ অপরাজিত লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। রদ্রিগোর চোখেও এই আর্জেন্টিনা বেশ ভয়ংকর, যার প্রমাণ পাওয়া গেছে ২০২১ কোপা আমেরিকায়, ‘তারা কঠিন প্রতিপক্ষ, কিন্তু আমি আগেও বলেছি, বিশ্বকাপে কোনো একটি দল ফেবারিট নয়। যেকোনো কিছু হতে পারে।