আ. লীগ সংলাপের পক্ষে ছিল না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি, যুক্তফ্রন্ট ও ঐক্যফ্রন্ট ছাড়াও অন্যান্য দলের সঙ্গে আওয়ামী লীগ সংলাপের পক্ষে ছিল না। কিন্তু আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শিতার মাধ্যমে সংলাপের সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি দলমত নির্বিশেষে দেশের অধিকাংশ মানুষ পছন্দ করেছেন।’

বুধবার (৩১ অক্টোবর) সচিবালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি অ্যানিক বৌর্ডিন ও জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারহানহোল্টজের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্ট ছাড়াও অন্যান্য দলের সঙ্গে আওয়ামী লীগ সংলাপ করবে। ঐক্যফ্রন্টে যেহেতু বিএনপি আছে—তাই সময় স্বল্পতার কারণে তাদের সঙ্গে আলাদা করে সংলাপ করার সময় পাওয়া যাবে না।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি মামলার রায় ইতোমধ্যে হয়ে গেছে। সেক্ষেত্রে সংলাপে এ ব্যাপারে আলোচনা কী হতে পারে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিষয়টি আদালতের। এটির সঙ্গে সংলাপকে সম্পৃক্ত করা বোধহয় ঠিক হবে না। তবে আলোচনার সুযোগ আছে।’

নির্বাচনকালীন সরকারের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার আছে থাকবে। তবে সরকারের কাজ সংকুচিত হয়ে যাবে। ইলেকশন কমিশনের আচরণবিধি আমরা সবাই মেনে নেবো।’

ওবায়দুল কাদের বলেন, ‘ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপ খুব গুরুত্বপূর্ণ। এটা এখন রাজনীতির কেন্দ্রবিন্দু। ফ্রান্স ও জার্মান রাষ্ট্রদূত সংলাপের জন্য খুব খুশি। তারা আশাবাদী সংলাপে গণতান্ত্রিক পরিবেশ ভালো হবে। ’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমি তাদের (দুই অ্যাম্বাসেডর) নির্বাচনের আচরণবিধি বোঝালাম, তারা খুশি। আচরণবিধির বাইরে গিয়ে মন্ত্রী এমপি কেউ কিছু করতে পারবে না। আচরণবিধি মেনে নেওয়াই লেভেল প্লেয়িং ফিল্ডের ফোকাস।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আলোচনা কোনও নির্দিষ্ট করা নেই। যেকোনও বিষয়ে আলোচনা করতে পারবেন। গতকাল হঠাৎ করে বদরুদোজা চৌধুরীসহ ঐক্যফ্রন্ট প্রস্তাব পাঠিয়েছে সংলাপের। শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় সংলাপের আহ্বান জানানো হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ঐক্যফ্রন্টের সঙ্গে আছে। যদি ৪, ৫ ও ৬ নভেম্বর শিডিউল ঘোষণা হয়ে যায়, তাহলে কীভাবে বিএনপির সঙ্গে সংলাপ হবে? প্রধানমন্ত্রী ময়মনসিংহ থেকে ফিরে যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপ করবেন। প্রশ্ন আসতে পারে শুধু ঐক্যফ্রন্ট আর যুক্তফ্রন্টের সঙ্গেই সংলাপ হবে। সে ব্যাপারটা পরিষ্কার করা দরকার। আমরা অন্য দলের সঙ্গেও সংলাপে বসবো।’

সংবিধান সম্মতভাবে সংলাপের কথা বলা হয়েছে, কিছু কিছু বিষয় সংবিধানসম্মত নয়, সেক্ষেত্রে আলোচনা কী হবে জানতে চাইলে ওবাদুল কাদের বলেন, ‘সংবিধান সম্মতভাবে সংলাপের আলোচনা, সংলাপে যেটা আলোচনার সুযোগ আছে, আলোচনা করে একটা ফলাফলও আসবে। তার আগে আমি এ ব্যাপারে কোনও মন্তব্য করবো না। কী ফলাফল বেরিয়ে আসবে তা আমি আগে থেকে বলতে পারবো না।’