ইবিতে ফ্রান্সে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে “রেন্দি ব্যু এন ফ্রান্স: স্কিল এন্ড ফ্রেন্ডস্ ফর লাইফ” শিরোনামে ফ্রান্সে উচ্চশিক্ষা ও কাজের সুযোগ বিষয়ক এক উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ জুলাই) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইনস্টিটউড অফ ইসলামিক এডুকেশন এন্ড রিসার্সের ( আইআইইআর) উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে ইনস্টিটউড অফ ইসলামিক এডুকেশন এন্ড রিসার্সের পরিচালক অধ্যাপক ড. মো. মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
এতে মুল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের কালচারাল এটাচি ইউহান গিগারেল ও ফ্রান্সে উচ্চশিক্ষার কাজে নিয়োজিত বাংলাদেশের সংস্থা ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের ম্যানেজার সৈয়দা নাসিবা হোসেন।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের সাথে ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। এ কারণে ফ্রান্স “ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ” সংস্থার মাধ্যমে বাংলাদেশ বাংলাদেশের নাগরিকদের জন্য উচ্চশিক্ষা ও কাজের সুযোগ করে দিয়েছে। এছাড়াও তারা সংস্থাটির কাজ, সুযোগ-সুবিধা, গুরুত্ব, আবেদনের যোগ্যতা ও প্রক্রিয়া ইত্যাদি বিষয় নিয়ে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন