একুশে পদকপ্রাপ্ত ও সাবেক এমএনএ হাজী আবুল হাশেম আর নেই
কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও একুশে পদকপ্রাপ্ত হাজী আবুল হাশেম (৮৫) আর নেই।
তিনি শুক্রবার ১১ টার দিকে বার্ধক্যজনিত কারনে ঢাকা চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……. রাজিউন)।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১০ মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
সাবেক এমএনএ হাজী আবুল হাশেম হোমনার কাশীপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়, মুরাদনগরের কোম্পানীঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজসহ বাংলাদেশে বহু শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন।
তিনি বিশিষ্ট দানবীর, এ যুগের হাজী মহসীন খ্যাত, একুশে পদক ও মাদার তেরেসা স্বর্ন পদকসহ বিভিন্ন পুরস্কার লাভ করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন