এমপি বদির নামে ফেসবুক পোস্ট নিয়ে তোলপাড়

কক্সবাজার-৩ (উখিয়া-টেকনাফ) আসনের সরকার দলীয় আলোচিত-সমালোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদির নামে একটি ফেসবুক ফ্যান পেজে স্ট্যাটাস নিয়ে সারা দেশে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আলহাজ্ব আবদুর রহমান বদি নামের ওই ফেসবুক ফ্যান পেজে ‘চলযাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ লেখা একটি স্ট্যাটাসে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। যদিও সোমবার রাত থেকে ওই ফেসবুক পেজের স্ট্যাটাসটি আর খুঁজে পাওয়া যায়নি।

এই বিষয়ে রাতে সংসদ বদি জানিয়েছেন, তিনি নিজে কোন ফেসবুক পেজ চালাননা। তবে তার নামে অনেক ফেক আইডি ও পেজ আছে বলে তিনি জানান।

তিনি আরো জানিয়েছেন, তিনি নিজে তার ব্যক্তিগত ফেসবুক ছাড়া ফেসবুকে অন্য কোন কিছু তিনি চালাননা। কে বা কারা কোন উদ্দেশ্যে তার নামে ফেসবুক আইডি খুলে স্ট্যাটাস দিয়ে আবার তুলে নিলো সেটি নিয়েও তিনি প্রশ্ন তুলেন।

ইয়াবা বিরুদ্ধে চলমান অভিযান নিয়ে তিনি বলেছেন, তিনি সবসময় মাদকের বিরুদ্ধে। মাদকের বিরুদ্ধে তিনি অনেক আগেই যুদ্ধ ঘোষণা করেছেন। সরকার মাদকের বিরুদ্ধে যেই অভিযান শুরু করেছে তাকে তিনি সন্তুষ্ট। তিনি মনে করেন এই অভিযানের ফলে জঙ্গিবাদের মতো সারাদেশ থেকে মাদকও দমন করা সম্ভব হবে। সরকারের এই অভিযানকে সকলকে সহযোগিতা করার আহবান জানান আলোচিত সমালোচিত এমপি বদি।

প্রসঙ্গত গত একদশক ধরে বাংলাদেশে ইয়াবা পাচারের শীর্ষ গডফাদার হিসেবে সব সময় উঠে এসেছে সরকার দলীয় এই সংসদ সদস্যের নাম। তার পরিবার ও ঘনিষ্ঠ অনেকের নাম আছে সরকারি সকল সংস্থার ইয়াবা পাচারকারীর তালিকায়।

যদিও সাম্প্রতিক সময়ে সরকারি ভাবে তৈরি করা ইয়াবার তালিকা থেকে এমপি বদিকে দায়মুক্তি দেয়া হয়েছে। তবে তার পরিবারে অন্তত এক ডজন সদস্যের নাম নতুন তালিকার শীর্ষে রয়েছে।