এ বছর তিস্তা চুক্তি না হলেও অগ্রগতি হবে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবছর তিস্তা চুক্তি না হলেও অগ্রগতি হবে। ঈদের আগে তিন দিন ট্রাক, লরি ও ভারী যানবাহন চলাচল সীমিত থাকবে।

এসময় ফিটেনেসবিহীন গাড়ি সড়কে না নামাতে শ্রমিক নেতাদের অনুরোধ করেছেন বলে জানান তিনি।

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রুপগঞ্জের ভুলতা ফ্লাইওভার কাজের পরিদর্শন ও ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কে যানজট নিরসনকল্পে করণীয় নির্ধারণ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে এবং সামাজিকভাবে এর প্রতিরোধ ও সচেতনতা গড়ে তুলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু প্রমুখ।