করোনায় আবারো ত্রাণ নিয়ে ঘরে ঘরে সাবেক ছাত্রলীগ নেতা কামাল

মহামারী করোনার প্রকোপ কেটে উঠার ১ বছরের মধ্যেই পুনরায় বেড়ে চলছে মহামারী করোনা। এমন পরিস্থিতিতে আবারো অসহায় দরিদ্র পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভার সাবেক ছাত্রলীগ সভাপতি কামাল উদ্দীন।

দেশে গত কয়েক দিন থেকে করোনার প্রভাব বৃদ্ধি পাওয়ার খবর শুনতে পেয়ে সাতকানিয়ায় বসবাসরত গরীব অসহায় পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেন সাবেক ছাত্রলীগ নেতা ও মানবতার সংগঠন সাতকানিয়ার টীম লিডার মোহাম্মদ কামাল।

এই বিষয়ে জানতে চাইলে আওয়ার নিউজ বিডি কে তিনি বলেন, আমি প্রতিদিন যতটুকু সম্ভব অসহায়দের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। করোনার প্রকোপ বৃদ্ধির পর থেকে প্রতিদিন অন্তত ৪ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।

এদিকে, করোনায় কেউ খাদ্য অভাবে থাকলেও জানানোর জন্য অনুরোধ করে তিনি সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পোস্ট করেন।

পোস্টটি হুবহু তুলে ধরা হলো:
“গতবছরের ন্যায় এ বছরও করোনায় লকডাউনে আপনাদের পাশে থাকতে চাই…..সত্যিকার অর্থে যাদের (মধ্যবিত্ত) বাড়িতে খাবারও নাই আর হাতে টাকাও নাই এমন পরিবার গুলো নক করতে পারবেন…….
নিজে যা পারি তা নিয়েই আমি আসবো আপনার দরজায়…….”মানুষ মানুষের জন্য”
“কেউ যেন বলতে না পারে,না খেয়ে মারা যাবো”
“সবাই নিজে বাঁচার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলি”।”