কাজ নেই যশোরের রাজগঞ্জের ক্ষেতের শ্রমিকদের! মানবেতর জীবন-যাপন

চলতি ইরি-বোরো আবাদের ভরা মওসুমে যশোর জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় ক্ষেত-খামারে কাজ করা শ্রমিকদের কর্ম সংকট দেখা দিয়েছে। যে কারণে শ্রমিকরা চরম অর্থ সংকটে জীবন-যাপন করছে। এই দ্রব্যমূল্যের বাজারে সংসারের চাহিদা মেটাতে না পেরে হিমশিম খাচ্ছেন শ্রমিকরা।

রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের কাঁঠালতলা গ্রামের দরিদ্র নাজিম উদ্দিন (৬০) জানান- আমার সংসার চালাতে হয় ক্ষেত-খামারে কাজ করে। কিন্তু এখন কাজ খুব কম। খুব অসুবিধার মধ্যে সংসার চালাতে হচ্ছে।

রাজগঞ্জের নেংগুড়া গ্রামের সোলাইমান হোসেন (৬৫) বৃদ্ধ বয়সেও তিনি ক্ষেতের কাজ করেন। নিজের কোনো চাষি জমি না থাকায় অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন।
তিনি জানান- দরিদ্র মানুষ হওয়ায় অন্যের জমিতে কাজ করে অর্জিত অর্থে চলে সংসার। এখন প্রতিদিন কাজ হয় না।

চালুয়াহাটি গ্রামের সিদ্দিক হোসেন (৪৫)। তিনি জানান- এখন ক্ষেতে কাজ কম তাই, গ্রামে গ্রামে যেয়ে বিভিন্ন রকম কাজ করছি। সংসারতো চালাতে হবে।

নাজিম উদ্দিন, সোলাইমান হোসেন ও সিদ্দিক হোসেনের মতো রাজগঞ্জ এলাকার শত শত শ্রমিক আছে। যারা প্রত্যেক দিন অন্যের ক্ষেতে কাজ না করলে সংসার চালে না। যে সমস্ত শ্রমিক অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করে তারা প্রত্যেই দরিদ্র।

এক কথায়, একদিন কাজ না করলে চুলা জ্বলে না। এই শ্রেণির সহজ-সরল মানুষেরা বর্তমান সময়ে অত্যান্ত মানবেতর জীবন-যাপন করছে। এই দরিদ্র শ্রেণির মানুষেরা চলমান সংকট নিরসনের জন্য সরকারি প্রণোদনা দাবি করেছেন।