কালকিনিতে ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলায় বুধবার সকালে এক নবজাতকের ডাক্তারের ভুল চিকিৎসার কারনে মৃত্যুর অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার কালকিনি থানা অভিযোগ করেন। সেই সাথে অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে চরমভাবে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় জনসাধারণ।
ঘটনার সূত্র থেকে জানা যায়, কালকিনির পার্শবর্তী গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকার পশ্চিম সমসিন গ্রামে সকালে বাচ্চা প্রসবের জন্য অসুস্থ হয়ে গেলে মিনার বেগমকে তার স্বামী সাইফুল ফকির ভোর ৬ টার সময়ে কালকিনির আলাউদ্দিন ক্লিনিকে তাকে ভর্তি করে। এ সময়ে মিনারাকে অপারেশন করানের জন্য ওই ক্লিনিকের চিকিৎসক এনামুল হক সিদ্ধান্ত নিয়ে থাকে। সেই ক্লিনিকে তাকে অপারেশর করা হয় কিন্তু নবজাতকে বাচানো যায়নি।
এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার জানান, অপারেশন করানের সময়ে নবজাতকের মুখমন্ডলে প্রচন্ড আঘাতের কারনে তার মৃত্যু হয়। এদিকে অভিযুক্ত ডাক্তার এনামুল বলেন, নবজাতকের জন্মগত ক্রটি ও শ্বাস কষ্ট থাকার কারনে নবজাতকের মৃত্যু হয়।
কালকিনির থানার পুলিশের কর্মকর্তা বলেন, ভুক্তভোগী পরিবার কালকিনি থানায় অভিযোগ করে। এ বিষয়টি আমরা দেখব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন