কুড়িগ্রামে বিনামুল্যে ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
তিনটি করে গাছ লাগাই,স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই এ স্লোগানে উজ্জীবিত হয়ে কুড়িগ্রামে বিনামুল্যে ছাত্র ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৭ আগস্ট) বিকেলে কুড়িগ্রামের মোগলবাসা চর সিতাইঝাড় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বে— সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কমৃসূচির অংশ হিসেবে ৫ শতাধিক ছাত্র ছাত্রীর মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিনহাজুল ইসলাম অতিরিক্ত্ জেলা প্রশাসক,কুড়িগ্রাম,বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কুড়িগ্রাম মোঃ রুহুল আমিন,মোঃ রাশেদুল হাসান,উপজেলা নির্বাহী অফিসার, কুড়িগ্রাম, এস, এম, শরীফুল ইসলাম খন্দকার উপজেলা শিক্ষা অফিসার, কুড়িগ্রাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বে— সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ শহিদুল ইসলাম শিমুল।পরে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের মাঝে স্মারক বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন