কুমিল্লার মুরাদনগরে জনকল্যান মূলক সংগঠন ”সমতার’ উদ্যোগে ৪৩ জনকে সাহায্য প্রদান
সোমবার ২৪ এপ্রিল কুমিল্লার মুরাদনগর উপজেলার গুঞ্জর উত্তর পাড়ায় জনকল্যান মূলক সংগঠন সমতা এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের অন্যতম উপদেষ্টা মোঃ মনিরুজ্জামান সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য ও পরিচালনা সংক্রান্ত বিস্তারিত বিষয় তুলে ধরেন। তিনি তার বক্তব্যে বলেন , “এই সংগঠনের মূল কাজ হবে অত্র অঞ্চলের শিক্ষার বিকাশ ,আতœকর্মসংস্থান ,সুস্থ্য ও যুক্তিভিত্তিক গনতন্ত্র্র প্রতিষ্ঠা ও সামাজিক নিরাপত্তা ।
আত্্রকর্মসংস্থানের কথা বলতে গিয়ে তিনি বলেন এই সংগঠনের মাধ্যমে যেন দরিদ্র ও প্রান্তিক মানুষকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্ভী হওয়ার জন্য বিদেশী জাতের বাছুর উন্নত জাতের ছাগল ও হাস মুরগী খামার করে দেয়া হবে। এছাড়া ও মহিলাদের সেলাই মেশিন কিনে দেয়া ও বিদেশ গমনেচ্ছুকদের টেকনিক্যাল প্রশিক্ষন দেয়ার জন্য প্রয়োজনীয় অনুদান দেয়া হবে “।
তাৎক্ষনিক ভাবে একজন গৃহহীন মহিলাকে একটি ঘর করে দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্ধ দেন । সংগঠনের আরেকজন উপদেষ্টা জনাব কাউছার আলম আশিক। তিনি শিক্ষা সহায়তার অংশ হিসেবে গুঞ্জর উত্তর পাড়া হাফেজিয়া মাদ্রসার ও এতিমখানার ছাত্রদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করেদেন । এছাড়া বিদেশ গমনের পূর্বে দক্ষতার গুরুত্ব তুুলে ধরেন সংগঠনের সদস্য আশরাফুল ইসলাম ওয়ালি। সংগঠনের আরেকজন সদস্য মোঃশরীফুজ্জামান বলেন আজ দুটো সেলাই মেশিন , তিনটি শিক্ষা মাসিক বৃত্তি , ৪টি বিধবা ভাতা ও চিকিৎসা সহায়তা একটি ব্যবসায়িক মূলধন ও ঈদ উপহার সামগ্রী সহায়তা সহ মোট ৪৩ জনকে সহায়তা প্রদান করা হয়েছে । উক্ত অনুষ্ঠানে গ্রামের সুবিধাভোগী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন