কুরবানির পশুর চামড়া বর্গফুট গরু ১২০ খাসি ৭০ টাকা নির্ধারণ করতে হবে : মানববন্ধনে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ ও কুরবানির পশুর চামড়া বর্গফুট গরু ১২০ খাসি ৭০ টাকা নির্ধারণ করতে হবে, মানববন্ধনে “ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ”

কুরবানীর পশুর চামড়া প্রতি বর্গফুট গরু ১২০ ও খাসি ৭০ টাকা নির্ধারণ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ভিতরে আনার দাবি জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।

আজ ৯ জুন’২৩, শুক্রবার, জাতীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম কবির সভাপতির বক্তব্যে উপরোক্ত দাবি জানিয়েছেন।

উপরোক্ত দাবি আদায়ে ১৪ জুন,বুধবার, বানিজ্য মন্ত্রী ও ১৯ জুন, সোমবার, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে স্মারকলিপির কর্মসূচি দেয়ার কর্মসূচি ঘোষণা করেন শহিদুল ইসলাম কবির।

এতে বক্তব্য রাখেন, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ নেতা মোঃ আবু শোয়াইব খান, শ্রমিক নেতা মোঃ ঈমান উদ্দিন, মোঃ ইমাম হোসেন ভূইয়া প্রমূখ।

কুরবানীর পশুর চামড়া প্রতি বর্গফুট গরু ১২০ ও খাসি ৭০ টাকা মূল্য নির্ধারণ,৬ মাস গ্যাস সরবরাহ নিশ্চিত না করে আবাসিক গ্রাহকদের গ্যাসের মূল্য বৃদ্ধি থেকে বিরত থাকা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধকরে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ভিতরে আনা, বিদ্যুত গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, করযোগ্য আয় না থাকলেও আগামী অর্থ বছর থেকে শূন্য রিটার্ন জমা দিলেও দুই হাজার টাকা আয়কর দেয়ার প্রস্তাব বাতিল এবং সরকারি চাকরিতে শূন্য থাকা ৪ লাখ ৯০ হাজার শূন্য পদে দল-মত, ধর্ম বর্ন নির্বিশেষে যোগ্যদেরকে স্বচ্ছতার সাথে নিয়োগ দেয়ার দাবীতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের উদ্যোগে এই মানববন্ধন আয়োজন করা হয়।