কুড়িগ্রামে আনসার ও ভিডিপি’র বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

কুড়িগ্রামে আনসার ও ভিডিপি’র বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ডের অধীন ৭০দিন মেয়াদি ৩য় ধাপ বেসিক কম্পিউটার প্রশিক্ষণ (পুরুষ) কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জের সহকারী পরিচালক মুহাম্মদ আছাদুজ্জামান।
অন্যদের মধ্যে ফুলবাড়ীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফরহাদ আলম চৌধুরী, কুড়িগ্রাম সদরের উপজেলা প্রশিক্ষিকা শান্তি রাণী, বহিরাগত কম্পিউটার প্রশিক্ষক মোঃ আব্দুস সোবহান সরকার ও মোঃ মমিনুল ইসলাম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বেসিক কম্পিউটার কোর্সের বিভাগীয় প্রশিক্ষক কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা এবং প্যারেড পরিচালনা করেন রাজারহাটের প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান।
কুড়িগ্রাম জেলা ৯টি উপজেলা হতে ৩০ জন পুরুষ সদস্য উক্ত প্রশিক্ষণটি গ্রহণ করবেন।