কুড়িগ্রামে বাকশাল গঠন-গণতন্ত্র হত্যার কালো দিবসে আলোচনা সভা

কুড়িগ্রামে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারী সকল দল ও মত কে নিষিদ্ধ করে একদল বাকশাল গঠন, গণতন্ত্র হত্যার কালো দিবস হিসেবে পালন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সহিরুজ্জামান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, আলতাফ হোসেন সহ সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মোল্লা দুলাল, আজহারুল ইসলাম মানু, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, জামিল আহমেদ, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহবুবার রহমান, জেলা বিএনপির স্থানীয় সরকার সম্পাদক রাশেদুল ইসলাম রিপন, জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদল যুগ্ম সাধারন সম্পাদক সোহেল আহমেদ, সহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন ,১৯৭৫ সালে যেভাবে আওয়ামীলীগ সকল দলকে নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে সবার মত প্রকাশে বাঁধা দিয়েছিল ঠিক সেভাবে গত ১৫ বছর থেকে আওয়ামীলীগ দেশ পরিচালনা করছেন।তারা জনগনের ভোটাধিকার থেকে শুরু করে সকল মৌলিক অধিকার হরণ করেছে।