কুড়িগ্রামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/Kurigram-photo-2-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কুড়িগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মেলার আয়োজন করা হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কুড়িগ্রাম ধরলা নদীর পাদদেশে অবস্থিত শেখ রাসেল শিশু পার্কে কুড়িগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন-কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাফর আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম।
কুড়িগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল আজিজ বলেন-এই প্রথম শেখ রাসেল শিশু পার্কে আমরাই প্রথম শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করেছি। আশা করি এই মেলা কুড়িগ্রামের বাণিজ্যের সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন