কুড়িগ্রামে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্দোগে সম্প্রীতি রক্ষা দিবস পালন

কুড়িগ্রামে সম্মিলিত সাংস্কৃ্িতক জোটের উদ্দোগে সম্প্রীতি রক্ষা দিবসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচীতে মহিলা পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, প্রচ্ছদ কুড়িগ্রাম, সাম্প্রতিক কুড়িগ্রাম, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, ঐতিহ্য কুড়িগ্রাম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।

এসময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু, পিপি এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, আব্দুল বাতেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এস.এ ছানালাল বকসী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ, সাধারণ সম্পাদক দুলাল বোস, সম্মিলিত সাংস্কৃ্িতক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, মহিলা পরিষদের সাধারণ সম্পদাক পতিমা চৌধুরী, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. শাহানাজ বেগম নাজু, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সাধারণ সম্পাদক ফাল্গুনী তরফদার, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুব্রতা রায় প্রমুখ।

এসময় দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক হামলা ও অগ্নি সংযোগের প্রতিবাদে ধর্মীয় সম্প্রীতি রক্ষাকরে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ করার আহবান জানান বক্তারা।