কেন সিরিয়ায় ২০০ বারের বেশি হামলা করেছে ইসরাইল?

গত দুই বছরে সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর ২০০ বারের বেশি হামলা চালিয়েছে তেল আবিব। আর এমন কথা স্বীকার করেছে ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দামন্ত্রী।

ইসরাইলের গোয়েন্দামন্ত্রী ইসরায়েল কাৎজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, গত দুই বছরে ইসরাইল সিরিয়ার বিরুদ্ধে ২০০ বারের বেশি হামলা চালিয়েছে।

তিনি জানান, সামরিক সূত্র থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে বলেই তিনি তা প্রকাশ করলেন।

কাৎজ দাবি করেন, সিরিয়ার যেসব জায়গায় হামলা চালানো হয়েছে তার বেশির ভাগ জায়গায় ইরানি উপস্থিতি ছিল। তিনি তার ভাষায় আরও বলেন, ইসরাইলের বিরুদ্ধে কাজ করার জন্য ইরান সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করছে। এদিকে সিরিয়া ও ইরান দীর্ঘদিন থেকেই বলে আসছে, সিরিয়ার মাটিতে ইরানি কোনো সামরিক ঘাঁটি নেই বরং চলমান সন্ত্রাসবিরোধী লড়াইয়ে তেহরান শুধুমাত্র সামরিক উপদেষ্টা পাঠিয়ে দামেস্ককে সহযোগিতা করছে। সিরিয়ার অনুরোধেই সামরিক পরামর্শমূলক কাজ করছে ইরান।

সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী সিরিয়া সফর করেছেন। এ সময় দেশটিতে ইরানের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। আর সিরিয়ার সঙ্গে নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিও করেছে ইরান।