কোটার অগ্রগতি নেই, প্রধানমন্ত্রীও কিছু বলেননি : মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, সরকারি চাকরিতে কোটা বাতিল বিষয়ে নতুন করে কোনো আলোচনা হয়নি। এ নিয়ে কোনো অগ্রগতিও নেই, আগের অবস্থাতেই আছে। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলেছি- আগে যে কমিটি হয়েছিল, সেটি কিভাবে আগামীতে রোল প্লে করবে তার বিস্তারিত জানাতে।’

তিনি বলেন, ‘কমিটি বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি হবে। সেটা আমাদের কাছে আসলে আমরা ব্যবস্থা নিতে পারব এবং কমিটি নিয়ে বসব।’

কমিটি গঠন নিয়ে কোনো টাইমফ্রেম নির্ধারণ করেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, ‘এ বিষয়ে কোনো টাইমফ্রেম নির্ধারণ করা হয়নি। আশা করছি দ্রুতই হবে। প্রধানমন্ত্রী অনেক দিন বিদেশে ছিলেন। এজন্য কাজ বেশি এগোয়নি। উনি এসেছেন, দেখা যাক কী হয়।’

প্রধানমন্ত্রী কোনো দিক-নির্দেশনা দিয়েছেন কি না এ প্রসঙ্গে তিনি বলেন, ‘না, সংস্কার কিংবা বাতিল কোনো বিষয়েই প্রধানমন্ত্রী আমাদের এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেননি। তবে কমিটি গঠন হলে, বৈঠক হলে এ বিষয়ে আরও অগ্রগতি হবে।’

কোটা সংস্কার দাবিতে গত মাসের শুরুতে রাজধানীসহ সারাদেশে আন্দোলন জোরদার হলে একপর্যায়ে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী সংসদে কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা দেন।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে প্রজ্ঞাপন না হওয়ায় বিষয়টি অস্পষ্টই রয়ে গেছে। তবে কয়েকটি দেশ সফর শেষে সর্বশেষ সংবাদ সম্মেলনেও প্রধানমন্ত্রী পুরো কোটা বাতিলে তার আগের অবস্থানই ব্যক্ত করেছেন।