ক্যাম্পাস পাওয়ার প্রেজেন্টার : সিজন ২.০’ আয়োজন করতে যাচ্ছে জবি আইটি সোসাইটি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রতিযোগিতা “ক্যাম্পাস পাওয়ার প্রেজেন্টার : সিজন ২.০”। সিজন ১.০ এর ব্যাপক সাফল্যের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে এই প্রতিযোগিতা।
প্রতিযোগিতার অংশ হিসেবে রেজিস্ট্রেশন করা সবগুলো দলকে নির্ধারিত একটি বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সুযোগ দেওয়া হবে। প্রত্যেক দলের প্রেজেন্টেশনের জন্য সময়ও থাকবে নির্ধারিত। এ সময়ের মধ্যে প্রত্যেক দলের দলনেতাসহ ৩ জনকে উপস্থাপন করতে হবে তাদের স্লাইডগুলো। এদের মধ্য থেকে বাছাইকৃতরাই অংশগ্রহণ করবে পরবর্তী রাউন্ডে।
সেরা পারফরমেন্স করা দলগুলোকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্পোরেট ব্যক্তিরা গ্র্যান্ড ফাইনালের জন্য নির্বাচন করবেন। ফাইনালিস্টদের সবাই পুরস্কার হিসেবে পাবেন সার্টিফিকেট এবং সেরা ৩ জন পাবেন আর্কষণীয় প্রাইজমানি ও পুরস্কার।
নিবন্ধন বিবরণ:
অনলাইনে নিবন্ধন করা হবে।
রেজিস্ট্রেশন লিংক : https://forms.gle/WSjbAGtA9XTzka7F6
শর্তাবলি :
(১) প্রতি দলে সর্বাধিক ৩ জন সদস্য এবং কমপক্ষে ২ জন সদস্য থাকতে পারবে।
(২) অংশগ্রহণকারী দলগুলো তাদের নিজেদের দলের জন্য একটি উপযুক্ত নাম দিতে হবে।
(৩) একটি দলের সদস্যদের একই বিভাগের হতে হবে।
(৪) প্রতিযোগিতায় শুধুমাত্র জবি’র ১৪তম থেকে ১৭তম ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে
(৫) প্রতিটি দলের নিবন্ধন ফি ২৫০ টাকা।
(৬) ডিবিবিএল/রকেট (01939165100-3) এবং বিকাশ (01939165100) এর মাধ্যমে পেমেন্ট করতে হবে।
(৭) দলের সকল সদস্যকে প্রতিযোগিতার সময় উপস্থিত থাকতে হবে।
(৮) নিবন্ধন করতে, জগন্নাথ ইউনিভার্সিটি আইটি সোসাইটির বুথে শান্ত চত্বরে বা JnUITS-এর Facebook পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করুন।
(৯) প্রতিটি দলের অবশ্যই তাদের নিজস্ব ল্যাপটপ থাকতে হবে।
“ক্যাম্পাস পাওয়ার প্রেজেন্টার : সিজন ২.০” এর বিজয়ীদের জন্য এবং রানারআপের জন্য থাকছে বিশাল প্রাইজমানি। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পাবে ৮ হাজার টাকার প্রাইজমানি। ১ম রানারআপ দল পাবে ৫ হাজার টাকার প্রাইজমানি এবং দ্বিতীয় রানারআপ দল পাবে ২ হাজার টাকার প্রাইজমানি।
তাছাড়াও অন্যান্য সকলের জন্য পুরস্কারসহ মোট ৪০ হাজার টাকা সমমূল্যের পুরস্কার পুল থাকছে এই প্রতিযোগিতায়।
ইভেন্ট লিঙ্ক: https://fb.me/e/2u4C1cNQE
জবি আইটি সোসাইটি’র এই আয়োজন প্রসঙ্গে সংগঠনটির সভাপতি শামীম আহমেদ জানান,’আমরা চাই জবি’র শিক্ষার্থীরা প্রযুক্তির দিকে এগিয়ে যাক। কেননা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে প্রযুক্তির কোনো বিকল্প নেই। এই পাওয়ার প্রেজেন্টার প্রোগ্রামসহ আইটি সোসাইটিতে আয়োজিত প্রযুক্তি সম্পর্কিত সকল প্রোগ্রামই বর্তমান শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।”
তাছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক মো: ইমন মিয়া বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি বরাবরের মতো শিক্ষার্থীদের আইটি দক্ষতা বাড়াতে আয়োজন করছে ক্যাম্পাস পাওয়ার প্রেজেন্টার : সিজন ২.০। এই ইভেন্ট টি শিক্ষার্থীদের আইটি এবং প্রেজেন্টেশন স্কিল বাড়াতে এবং প্রতিযোগিতার মনোভাব গড়তে সহায়তা করবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন