ক্রাউন প্রিন্সের সঙ্গে সেলফি

বর্তমানে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পর সবচেয়ে ক্ষমতাশীল ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তার নেতৃত্বে দেশটিতে দুর্নীতি বিরোধী অভিযানে ধনকুবের ব্যবসায়ী, প্রিন্স, এবং মন্ত্রীসহ প্রায় ২শ মানুষ আটক হয়েছেন। পুরো দেশে তিনি একচ্ছত্র ক্ষমতা প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন।

সৌদির এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে মদীনার আল উলা পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য বিশেষ সুযোগ ছিল ক্রাউন প্রিন্সের সঙ্গে সাক্ষাত হওয়া। তার সঙ্গে সে সময় প্রতিরক্ষা মন্ত্রী এবং বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

ক্রাউন প্রিন্স দেখে অনেকেই তার সঙ্গে ছবি তুলতে ছুটে যান। ক্রাউন প্রিন্সও তাদের ফিরিয়ে দেননি। তিনিও সানন্দে সবার সঙ্গে ছবি তুলেছেন। এরপরেই বেশ কিছু ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

একটি ভিডিওতে দেখা গেছে একজন পর্যটক ক্রাউন প্রিন্সের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন। তাকে সেখানে খুব উচ্ছ্বসিত দেখা গেছে।

সব সময় সৌদি প্রিন্সকে যেভাবে দেখা যায়। এসব ছবি ও ভিডিওতে তাকে একটু ভিন্নভাবে দেখা গেছে।