খাগড়াছড়িতে প্রয়াত যুবদল নেতা খলিল এর স্মরণে শোক সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রয়াত জেলা যুবদলের সাধারন সম্পাদক ইব্রাহিম খলিলের অকস্মাৎ মৃত্যুতে জেলা বিএনপির উদ্যোগে শোক সভা হয়েছে। এ সময় বক্তব্য রাখতে গিয়ে কেঁদেছেন নেতাকর্মীরা।

রোববার(৭ই মে) বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রয়াত যুবদল নেতা ইব্রাহিম খলিলের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ন সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানসহ বিএনপি ও অংগ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত ¯^রণ সভায় উপস্থিত ছিলেন, কংচাইরী মাষ্টার, হাফেজ আহাম্মদ ভূইয়া, বেলাল হোসেন, মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক এড. মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, উপজাতীয় বিষয়ক সম্পাদক অটল চাকমা, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের শাহেদুল হোসেন সুমন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, সাংগঠনক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নীল পদ চাকমা, জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রোকন চৌধুরী প্রমুখ। এছাড়াও বিভিন্ন উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্রেইন স্ট্রোকে গত বৃহস্পতিবার(৪ঠা মে) সকাল ৬টা ৫০মিনিটে চট্টগ্রামে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম খলিল শেষ নি:শ্বাস ত্যাগ করেন। যুবদল নেতা ইব্রাহিম খলিলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, ইব্রাহিম খলিলের মৃত্যুতে খাগড়াছড়ি জেলা বিএনপিতে যে নেতৃত্বের শূন্যতা দেখা দিয়েছে তা কখনো পূরণ হবার নয়। সদা হাস্যোজ্জ্বল ইব্রাহিম খলিলের গ্রহণযোগ্যতা ছিল সর্বমহলে। এ কারণে তার মৃত্যুতে কেঁদেছেন সর্বমহলের রাজনৈতিক নেতৃত্ব ও সব সম্প্রদায়ের মানুষ।