খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ—প্রতিবাদ সমাবেশ
খাগড়াছড়ি পার্বত্য জেলাতে বিএনপি’র সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ—সমাবেশ করেছে। ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতের ওপর সন্ত্রাসীদের হামলা—নিপীড়ন—নির্যাতনের পর মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে জেলাতে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।
রোববার(১৮ই জুন) সকালে জেলা শহরের মিল্লাত চত্বর থেকে জেলা ছাত্রদলের মিছিলটি বের হলে আদালত সড়কে পুলিশের বাধার মুখে পড়লে সেখানে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক নীলপদ চাকমা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা, জেলা ছাত্রদলের সিনিয়র নেতা নুরশাদ হোসেন, বাচ্চু আহম্মেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনিসুল আলম আনিক, সহ—সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম পারভেজ, রুস্তম আলী, দপ্তর সম্পাদক বাপ্পী দাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল দেওয়ান, সদর পৌর ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম, সদস্য সচিব মমিনুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহিন আলম, মো: মিলন ও সদর উপজেলা ছাত্রদলের সাথোয়াইপ্রম্নু মারমা প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন