খাগড়াছড়ির পানছড়িতে ঈদকে সামনে রেখে জমে উঠেছে গরুর হাট

খাগড়াছড়ি পার্বত্য জেলায় ঈদকে সামনে রেখে পানছড়ি উপজেলাতে জমে উঠেছে গরুর হাট। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি জমে উঠেছে গরুর হাঁট। সাপ্তাহিক রোববার হাঁটবারে সকাল থেকেই দেশীয় গরুতে ভরপুর হয়ে উঠে গরুর হাঁট।

সরেজমিনে দেখা যায়, ক্রেতা—বিক্রেতার মিলনমেলায় জমে উঠেছে গরুর হাঁট। মাঠের চারিদিকে দাঁড়িয়ে উপভোগ করছে উপচেপড়া দর্শণার্থী। লাল—কালো—সাদা রংঙের বাহারি গরু দেখতে ক্রেতাদের দেখা যায় ঘুরতে হাঁটের এদিক—ওদিক।

বাজার ইজারাদার মো: জুলফিকার আলী জানান, গরুতে বাজার ভরপুর হলেও বেচা—কেনা এখনো তেমন জমেনি। হয়তো সামনের বাজারে বেচা—কেনা বাড়তে পারে।

এদিকে বাজারে জাল নোট সনাক্তকরণের জন্য সোনালী, কৃষি ও পূবালী ব্যাংকের সমন্বয়ে একটি জাল নোট সনাক্তকরণ বুথ খোলা হয়েছে। যার নেতৃত্বে রয়েছে পানছড়ি সোনালী ব্যাংকের অফিসার প্রীতি কুমার চাকমা।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: হারুনুর রশিদ জানান, গরু বাজারের নিরাপত্তায় সাব—ইন্সপেক্টর মো: মুহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মাঠে তদারকি কাজ করছে।