খাগড়াছড়িতে সুবিধাভোগী এবং প্রশিক্ষণার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ
খাগড়াছড়ি পার্বত্য জেলাতে সুবিধাভোগী এবং প্রশিক্ষণার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেছে। জেলাতে ইউএনডিপি’র সহযোগীতায় শিক্ষা ও দক্ষতার মাধ্যমে নারী ও কন্যা শিশুর ক্ষমতায়ন কম্পোনেন্ট’র আওতায় প্রকল্পের সুবিধাভোগী এবং বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার(২২শে মে) দুপরে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারপার্সন হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
এ সময় বক্তারা বলেন, নারীদের উন্নয়নে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় পাহাড়ে নারীদের ক্ষমতায়নে শিক্ষা ও প্রশিক্ষণের উপর জোর দেয়া হচ্ছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শিক্ষা ও দক্ষতার মাধ্যমে নারীদের এগিয়ে নিতে সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া, ইউএনডিপি’র জেলা সমন্বয়ক উচিমং চৌধুরী ও জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্ম্দ সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।
পরে ড্রাইভিং, সেলাই, বিউটিফিকেশসহ বিভিন্ন বিষয়ে ৬৫জন পাহাড়ি-বাঙ্গালি নারী প্রশিক্ষণার্থীকে সাত ৭লাখ(সাত) ৪১(একচল্লিশ) হাজার টাকা এবং ১২১জন প্রজনন স্বাস্থ্য কর্মী ও সেন্টার ইনচার্জকে ৩৩লাখ টাকাসহ মোট চল্লিশ লাখ ৪১হাজার টাকার চেক তুলে দেন অতিথিরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন