খাগড়াছড়ির দীঘিনালায় বিভিন্ন বিদ্যালয়ের অনাথ শিশুদের জন্য চেক বিতরন

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় বিভিন্ন বিদ্যালয়ের বেসরকারি উন্নয়ন সংস্থা কর্তৃক অনাথ শিশুদের জন্য ২৫হাজার টাকার চেক বিতরন করা হয়েছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার(২৫শে এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সেমিনার কক্ষে দীঘিনালায় তৃণমূল উন্নয়ন সংস্থা কর্তৃক অনাথ শিশুদের জন্য এ অনুদান প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিটি বিদ্যালয়ের প্রতিনিধিদের কাছে চেক হস্তাস্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম। জেলার দীঘিনালা উপজেলায় তৃণমূল উন্নয়ন সংস্থা কর্তৃক বিভিন্ন বিদ্যালয়ের অনাথ শিশুদের জন্য প্রতিটি বিদ্যালয়ে ২৫হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

স্কুলগুলি হলো-উপজেলার জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুকনাছড়ি মুখ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রেংকার্য্য উচ্চ বিদ্যালয়, ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসা, কামাকুছড়া উচ্চ বিদ্যালয়, ক্ষেত্রপুর জুনিয়র স্কুল, কবাখালী আল-আমিন বারিয়া ইবতেদায়ী মাদ্রাসা, জারুলছড়ি হেডম্যান পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও বাবুছড়ামুখ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।

দাতা সংস্থা পেনি আপিলের আর্থিক সহায়তায় তৃণমূল উন্নয়ন সংস্থা ‘সফল’ বাংলাদেশে অনাথ শিশুদের আজীবন সাফল্যের জন্য সমন্বিত সহায়তা প্রকল্পের নামে এ প্রকল্পটি ২০২১সালের অক্টোবর থেকে জেলার দীঘিনালা ও লক্ষীছড়ি উপজেলায় বাস্তবায়ন করে আসছে।

দীঘিনালার বিভিন্ন বিদ্যালয়ের ৩৩৫জন প্রকল্পভুক্ত অনাথ শিশুকে প্রতি মাসে এক হাজার টাকা করে উপ-বৃত্তি প্রদান চলমানসহ মোট পাঁচটি ফলাফল(কম্পোনেন্টের) উপর কর্মসূচি বাস্তবায়ন করে আসছে তৃণমূল উন্নয়ন সংস্থা।

ফলাফলসমূহ হলো, মানসম্মত শিক্ষা, অনাথ পরিবারের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্য ও সুস্থতা, সামাজিক নিরাপত্তা এবং শিশু সুরক্ষা।