খাগড়াছড়ির দীঘিনালায় বন মোরগ শিকারে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় বন মোরগ শিকারে গিয়ে মোহাম্মদ মোস্তফা(৫১) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
গত শনিবার(৫ই মে) সকালের দিকে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, মোস্তফাকে অপহরণ করা হয়েছে।
সোমবার(৭ই মে) তাঁর সন্ধানে বাবুছড়া ইউনিয়নের পাহাড়ি-বাঙালি সম্মিলিতভাবে ১৫সদস্যের একটি কমিটি গঠন করা হয়। বাবুছড়া বাঙালি সেটেলার গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা মোহাম্মদ মোস্তফা কাঠশ্রমিকের কাজের পাশাপাশি জঙ্গলে গিয়ে বন মোরগ শিকার করতেন।
এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আলী বলেন, মোহাম্মদ মোস্তফা নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ কাজ শুরু করে দিয়েছে।
এছাড়া এ ঘটনায় মঙ্গলবার(৮ই মে) সকালে বাবুছড়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে পাহাড়ি-বাঙালি নেতার সমš^য়ে জরুরি বৈঠক হয়।
১৫সদস্যবিশিষ্ট অনুসন্ধান কমিটির প্রধান বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা বলেন, ‘মোস্তফার সন্ধানে পাহাড়ি-বাঙালি নেতাদের সমন্বয়ে আমরা কাজ করছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন