খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক ইয়াবাসহ আটক-১

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় ১০১পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।

সোমবার(৮ই মে) ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার মেরুং ইউপি অধীনস্থ ৩ নং ওয়ার্ডের ইসলামপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এসআই রাশেদ পারভেজ ছাইমের নেতৃত্বে পুলিশের একটি টহল টিম মো: বাদল মিয়া(৩৯)কে ১০১পিস ইয়াবাসহ আটক করে।

জানা যায়, আটককৃত বাদল মিয়া কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চাষাপাড়া গ্রামের মো: কফিল উদ্দিনের ছেলে।

দীঘিনালা থানার এসআই রাশেদ পারভেজ ছাইম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার একটি টহল টিম মেরুং ইউপির অধীনস্থ ৩নং ওয়ার্ডের ইসলামপুর এলাকা থেকে বাদল মিয়া নামক ব্যক্তিকে ১০১পিস ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তীতে আটককৃতকে ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ধারায় কোর্টে প্রেরণ করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আলী বলেন, জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় এসআই রাশেদ পারভেজ ছাইম’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে দীঘিনালা থানা তৎপর রয়েছে। আগামীতে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।