খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পালিত হল ধান প্রদর্শনীর মাঠ দিবস
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলা তবলছড়িতে ২০২২-২৩অর্থবছরে রবি মৌসুমে রাজস্ব খাতের আওতায় ধান প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়েছে।
মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার(৩০শে এপ্রিল) বিকেলে তবলছড়ির বড়বিল ব্লক মিলন কার্বারি পাড়ায় মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা মুস্তফিহুর রহমানে সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা বাশিরুল আলম ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল হাশেম, মিলন কুমার ত্রিপুরা কার্বারি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ, আলী হায়দার, মো: রফিক মিয়া, ফখরুদ্দিন, আবুল হোসেন আকন্দ, প্রকাশ ত্রিপুরা, শাকিল আহম্মেদ ও এলাকার কৃষক-কৃষাণিরা।
মাঠ দিবসে জিংক সমৃদ্ধ ব্রি ধান ৮৪চাষে কৃষকদের উৎসাহিত এবং ব্রি ২৮এর রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় তা চাষে নিরুৎসাহিত করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন