খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের বিনামূল্যে বই বিতরণ
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের বিনামূল্যে বই বিতরণ করেছে। জেলার মাটিরাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে ও মাটিরাঙ্গা পৌর সভার সার্বিক সহযোগিতায় বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ মে) দুপুরের দিকে মাটিরাঙ্গা সরকারি কলেজে’র ১ম বর্ষের ২৫জন অসহায়, হত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করা হয়।
মাটিরাঙ্গা কলেজ হলরুমে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে মাটিরাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি বাবলু বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা পৌর মেয়র শামসুল হক।
বিশেষ অতিথি হিসেবে পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মোহাম্মদ আলী, পৌর কাউন্সিলর, আলমগীর হোসেন, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগ সভাপতি তছলিম উদ্দিন রুবেল ও সাধারণ সম্পাদক আবু তালেব প্রমুখ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন