খাগড়াছড়ির রামগড়ে রবী ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলায় রবী ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে রামগড়ে অনু্ষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান।
রোববার(৭ই মে) রংতুলি একাডেমি নামে স্থানীয় একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় রামগড় উপজেলা অডিটোরিয়ামে সন্ধ্যায় অনু্ষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মমতা আফরিন।
বিশেষ অতিথি ছিলেন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: নাজিম উদ্দিন, সহকারি কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাস, উপজেলা ভাইস-চেয়ারম্যান আনোয়ার ফারুক, থানার ওসি মো: মিজানুর রহমান।
রং তুলি একাডেমির পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা দেয়া হয়। রং তুলি একাডেমির সভাপতি সাংবাদিক রতন বৈষ্ণবের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় এক ঝাঁক ক্ষুদে শিল্পীর অংশগ্রহণে সংগীত ও নৃত্য পরিবেশিত হয়।
শেষে বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত অনুষ্ঠান ‘পাহাড়িয়া মন’ এ অংশগ্রহণকারী রামগড়ের শিল্পীদের সম্মানী চেক বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন