খাগড়াছড়িতে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
খাগড়াছড়ি পার্বত্য জেলাতে বাড়ছে করোনা রোগীর হার। বাড়ছে আক্রান্তের সংখ্যা। মানুষের উদাসীনতার কারণে পাহাড়ি এই অঞ্চলে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। জেল আর জরিমানার সাথে পাল্লা দিয়ে খাগড়াছড়িতে দিন দিন বাড়ছে লকডাউনের বিধি ভঙ্গের প্রবণতা। তারই ধারাবাহিকতায় লকডাউনের সপ্তম দিনেও খাগড়াছড়িতে রাস্তায় আরও বেড়েছে মানুষের পাশাপাশি টমটম, ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল। শহরের অলি-গলিতে বেড়েছে নানা কৌশলে দোকানপাট খোলার প্রবনতা।
ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদন্ডসহ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কঠোর বিধি নিষেধও মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। অনেকে পড়ছেন না মাস্ক। অপর দিকে প্রতিদিন ক্রমান্বয়ে জেলায় বাড়ছে করোনায় সংক্রমনের সংখ্যা। সে সাথে মৃত্যুর মিছিলও।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, খাগড়াছড়িতে ২৪ঘণ্টার ব্যবধানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় নতুন করে আরও ৪৩জনের শরীরে করোনা শনাক্ত হয়। বুধবার(০৭ই জুলাই) সকাল ১০টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গার ভুইয়াপাড়ার নিজ বাড়িতে মারা যান করোনায় আক্রান্ত জামিনা খাতুন (৮০)। এ নিয়ে জেলায় মোট ১০জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৯জনের। মৃত জামিনা খাতুন মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের ভুইয়াপাড়া এলাকার মৃত নুর মিয়া সর্দারের স্ত্রী। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় কবরস্থানে ওই বৃদ্ধার দাফনের উদ্যোগ নিয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। এর একদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির দীঘিনালা উপজেলাধীর হাসেনসনপুর এলাকার মৃত আ: আজিজ এর স্ত্রী সুর্যবানু বিবি(৮৫)। মঙ্গরবার(৬ই জুলাই) সকাল ৮টার দিকে সে আধুনিক জেলা সদর হাসপাতালে মারা যায়। খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ২জুলাই জ্বর, গলাব্যাথা, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়। ৩রা জুলাই তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। রোগী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত ২৪ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৪৩জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে চলতি মাসে মোট ২৪৯জনের করোনা শনাক্ত হলো। সব মিলিয়ে শনাক্তের সংখ্যা ১হাজার ৪০৯জন। ৯৭জনের নমুনা পরীক্ষা করে ৪৩জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৪.৩৩শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে খাগড়াছড়ি সদরে-১৭জন, মাটিরাঙ্গায়-১৭জন, মানিকছড়িতে-২জন, পানছড়িতে-২জন এবং দিঘীনালায়-৫জন রয়েছেন।
মোট টেস্ট ৮৩৮৪এর মধ্যে মোট পজিটিভ-১৩৬৬জন। চলতি মাসে মোট টেস্ট ৫৮০জন, মোট পজিটিভ ২০৬জন। সনাক্তের হার ৩৫.৫১%। মোট টেস্ট ৮৪৭৬জন, মোট পজিটিভ ১৩৬৬জন, সনাক্তের হার ১৬.১১%। বর্তমানে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৩৬জন। তন্মধ্যে পজিটিভ রোগীর সংখ্যা ২০জন, সন্দেহজনক রোগীর সংখ্যা ১৬জন।
এদিকে খাগড়াছড়িতে বাড়ছে করোনার প্রকোপ। প্রতিদিনই বাড়ছে রোগী ও শনাক্তের হার। হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছে ৩৫রোগী। আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্স। এছাড়া দীর্ঘদিন ধরে খাগড়াছড়িতে চিকিৎসক সংকট থাকায় স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
পরিস্থিতি বিবেচনায় কোভিড সুষ্ঠুভাবে মোকাবিলা ও জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে একযোগে ১৮চিকিৎসককে খাগড়াছড়িতে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার বিকেলে অধিদপ্তরের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এই আদেশ জারি করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এসব চিকিৎসককে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে বদলি করা হয়। এদিকে প্রজ্ঞাপনে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব চিকিৎসক করোনা ইউনিটে দায়িত্ব পালন করবে।’ বৃহস্পতিবারের মধ্যে চিকিৎসকদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন ১৮চিকিৎসক পাওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। খাগড়াছড়ির ঠিকাদার চন্দন কুমার দে ও সমাজকর্মী লিটন ভট্টাচার্য রানা লিখেছেন, ‘দীর্ঘদিন খাগড়াছড়িতে চিকিৎসক সংকট ছিল। ১৮চিকিৎসককে পদায়ন করায় জেলার মানুষ খুশি।’
মাটিরাঙ্গা উপজেলায় জামিনা খাতুন(৮০) নামে এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা য়াওয়া ছেলে মো: জয়নাল আবেদীন ও নিহতের বড় মেয়ের জামাতা মো: আব্দুল মান্নান(মনু লিডার) জানান, গত শনিবার(৩রা জুলাই) জামিনা খাতুনের দেহে করোনা শনাক্ত হয়। এর পরপরই ওই নারী খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার(৭ই জুলাই) সকালের দিকে তাকে মাটিরাঙ্গার নিজ বাড়িতে নিয়ে আসা হলে সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের তত্ত¡াবধানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নতুনপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে বলে জানিয়েছেন ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার(অ.দা) মিজ ফারজানা আক্তার ববি বলেন, করোনায় আক্রান্ত হয়ে ওই নারী মারা যাওয়ার পরে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের করোনা পরীক্ষার আওতায় আনা হবে বলে জানিয়ে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
জেলা প্রশাসন সূত্র জানায়, গত সাত দিনে লকডাউনে বিধি ভঙ্গের অপরাধে খাগড়াছড়িতে ৬৫৪টি মামলায় ৭৯৫জনকে দুই লাখ ১২হাজার ৪শ ২০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৩৬জনকে সূর্যাস্ত পর্যন্ত কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
লকডাউনের প্রথম দিন থেকে খাগড়াছড়িতে ১৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সদস্যরা রাস্তায় টহল দিচ্ছে। এ সময় তারা জনগণকে সচেতন করতে লকডাউনের নির্দেশনা ও আইন অমান্যকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করছেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
জেলাতে করোনা সংক্রমনের সংখ্যা আশংকাজনকভাবে বেড়েছে চলেছে। সে সাথে পর পর দুই দিন করোনায় আক্রান্ত হয়ে জেলায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। সর্বশেষ বুধবার(৭ই জুলাই) জেলায় করোনায় আক্রান্তের হার ৪৪.৩৩ শতাংশ পৌছেছে।
খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ বলেন, ‘জেলায় চিকিৎসক সংকট ছিল। খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নতুন করে ১৮চিকিৎসককে পদায়ন করায় স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। আশা করি এতে করোনা আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত হবে। জেলায় গত ২৪ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ২জনের মৃত্যু হয়েছে ও র্যাপিড এবং আরটি-পিসিআর টেস্টে ৯২ জনের নমুনায় ৩০জনের পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মাসে ৩৫দশমিক ৮৭শতাংশে দাড়িঁয়েছে করোনা শনাক্তের হার। জেলায় এ পর্যন্ত ৮হাজার ৫শ ৭৩জনের নমুনা পরীক্ষায় এক হাজার ৯জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। মারা গেছেন ১০জন।
এখনো চিকিৎসা নিচ্ছেন প্রায় দুই শতাধিকের বেশি করোনা রোগী। জেলাতে করোনা শনাক্তের হার দিন দিন রেকর্ড করে চলেছে। বুধবার(৭ই জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলা স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ‘গত ২৪ঘন্টায় ৯৭জনের করোনা নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৪৩জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪.৩৩%। এর আগে মঙ্গলবার খাগড়াছড়িতে করোনা শনাক্তের হার ছিল ৩৫.৮৭শতাংশ। করোনা আক্রান্তদের মধ্যে সদরে-১৭জন, মাটিরাঙায়-১৭জন, মানিকছড়ি-০২ জন, দীঘিনালায়-০৫ এবং পানছড়িতে-০২জন । চলতি মাসে মোট করোনা পরীক্ষা ৬৭৭জন। তার মধ্যে পজিটিভ ২৪৯জন। মোট মৃত্যু ২জন। শনাক্তের হার ১৬.৪৫%। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩৬জন। অদ্যাবদি মোট করোনা পরীক্ষা ৮৫৭৩ জন। এর মধ্যে সনাক্ত ১৪০৯ জন। জুন মাসে করোনা আক্রান্ত হয়েছে ২শ ৯৬জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন