খাগড়াছড়ির দুর্গম এলাকার স্কুলে বিভিন্ন রকমের আসবাব পত্র বিতরণ

খাগড়াছড়ি পার্বত্য জেলা মহালছড়ি উপজেলা মাইসছড়ি ইউনিয়নে অত্যন্ত দুর্গম এলাকার প্রাথামিক স্কুলের জন্য বিভিন্ন রকমে আসবাব পত্র বিতরন করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) কর্তৃক বাস্তাবায়নাধীন ”অংশীদায়িত্ব মূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ (পিআরডিপি-৩) মানিকছড়ি পাইন্দাইং পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে আসবাব পত্র হস্তান্তর করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরের ৩নং মাইসছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মহালছড়ি বিআরডিবি’র এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহি কর্মকর্তা(ইউএনও) জোবাইদা আক্তার। মহালছড়ি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: জিয়াউল ইসলাম সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং মাইসছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাই মারমা, খাগড়াছড়ি রিপোটার্স ইউনিটির সভাপতি চাইথোয়াই মারমা, পাইন্দাইং পাড়ার কার্বারী পৃর্নময় মারমা, গামারী ঢালা বটতলা বেসরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাংগীর আলম, মহালছড়ি বিআরডিবি ডেভলবম্যান অফিসার পিপ্রæ মারমা রুইপ্রæ, মানিকছড়ি পাইন্দাইং পাড়া বেসরকারী প্রাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলিপ্রæু মারমা।

বিদ্যালয়ে আসবাব পত্র হস্তান্তর আলোচনা সভায় বক্তব্য রাখেন গামারী ঢালা বটতলা বেসরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাংগীর আলম, মহালছড়ি বিআরডিবি ডেভলবম্যান অফিসার পিপ্রæ মারমা রুইপ্রæ, মানিকছড়ি পাইন্দাইং পাড়া বেসরকারী প্রাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলিপ্রæু মারমা প্রমূখ।

বিদ্যালয়ে আসবাব পত্র হস্তান্তরিত মালামালে মধ্যে ছিল, ষ্টিল আলমারি-১টি, ষ্টিল ৪ড্্রয়ার সিষ্টেমে বক্্র-১টি, ছোট টেবিল-১টি(প্র:শি:), বড় টেবিল-১টি(স:শি:), ডিজাইন হাটওয়ালা চেয়ার-১টি(প্র:শি:), সাধারন চেয়ার-৩টি(স:শি:), ছাত্র/ছাত্রীদের হাই বেন্্ঞ্জ-লো বেন্ঞ্জ-৩০টি, হোয়াট বোট-৫টিসহ ইত্যাদি।

এ সময় করোনা কোভিড-১৯ মহামারি স্বাস্থ্য বিধি দুরত্ব বজায় রেখে এলাকার গন্যমান্য, ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।