খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে ইউপিডিএফ গণতান্ত্রিক’র ইফতার পার্টি ও শুভেচ্ছা বিনিময়
খাগড়াছড়ি পার্বত্য জেলায় সাংবাদিকদের সাথে ইউপিডিএফ গণতান্ত্রিক’র ইফতার পার্টি শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৭ এপ্রিল) বিকেল ৫টায় পানখাইয়া পাড়াস্থ প্লেংসা রেষ্টুরেন্ট হল রুমে এই ইফতার পার্টি আয়োজন করা হয়।
আলোচনায় সংঘাত দিয়ে শান্তি আসেনা উল্লেখ করে ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর চাকমা বলেছেন,সকল ধর্মের প্রতি আমাদের পার্টি শ্রদ্ধাশীল।
তাই পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতির পথে সকলকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। শুক্রবার খাগড়াছড়ির পানখাইয়া পাড়া সড়কে একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের নিয়ে ইফতার পার্টি’র তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সকল জাতি ধর্মের মানুষের ইউপিডিএফ গণতান্ত্রিক শ্রদ্ধা করে। আজকের এই আয়োজন তারই অংশ বলে তিনি উল্লেখ করেন।
তিনি এ সময় আরো বলেন, পাহাড়ে সাংবাদিকের সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দেশ, জাতি ও সমাজ প্রতিটি উন্নয়ন-অগ্রগতি এবং চলমান ঘটনা প্রবাহের সঠিক চিত্র দেখতে পাচ্ছে।
সাংবাদিকদের বুদ্ধিজীবি মন্তব্য করে তিনি চলার পথে পাটির পক্ষ থেকে আন্তরিক সহায়তা কামনা করেন। একই সাথে মানুষের শান্তি,সম্প্রীতি অক্ষন্ন রেখে ইউপিডিএফ গণতান্ত্রিক পার্বত্যবাসীর জনকল্যাণে নিয়োজিত আছে বলে মন্তব্য করেন।
এ সময় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা তরুর পক্ষ থেকে প্রতিটি সম্প্রদায়ের আসন্ন উৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। পরে রোজাদারদের সম্মানাত্বে দোয়া মুনাজাত শেষে ইফতারে মিলিত হয় খাগড়াছড়ি প্রেসক্লাব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ সকল পেশাজীবি সাংবাদিকরা।
এতে খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, সাধারন সম্পাদক আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সাধারন সম্পাদক সৈকত দেওয়া, সাবেক সাধারন সম্পাদক কানন আচার্য, সাংবাদিক জহুরুল আলম, আবু তৈয়ব, জয়ন্তী দেওয়ান, ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সদস্য সত্য রঞ্জন চাকমা, পাটির নেতাকর্মীসহ প্রিন্ট, ইলেক্টনিকসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত পেশাজীবি সাংবাদিকরা এতে অংশ নেয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন