খাগড়াছড়িতে ১০৫বছর বয়সীর করোনা জয়, উপসর্গে মৃত্যু ২
খাগড়াছড়ি পার্বত্য জেলাতে লকডাইনে করোনা উপসর্গে ২জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ জুলাই) দুপুরে আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ দু’জন মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ।
এদিকে পানছড়ি উপজেলার বিজয় গিরি চাকমার বয়স এখন একশত পাঁচ। তিনি উপজেলার ৪নং লতিবান ইউপির কুড়াদিয়াছড়া উগ্যজাই পাড়ার মৃত রামচন্দ্র চাকমার সন্তান। গত ১৫ই জুলাই পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তার করোনা পজেটিভ ঘোষণা করলে পরিবারের সবাই হতাশাগ্রস্থ হয়ে পড়ে।
কিন্তু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা ও কোভিড-১৯ এর পানছড়ি উপজেলার ফোকাল পার্সন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তৎজিম চাকমার দিক নির্দেশনায় অবশেষে করোনা জয় করেন একশত পাঁচ বছর বয়সী বিজয় গিরি চাকমা।
গেলো রবিবার উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার নেতৃত্বে তার নিজ বাড়ি গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে করোনামুক্ত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা জানান, এ বয়সে করোনা জয় করা একটা মাইল ফলক।
বিজয় গিরির ছেলে তুষিত কুমার চাকমা ও মেয়ে সোনালী চাকমা জানায়, আমরা বাবার আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু ডা: অনুতোষ চাকমা ও তৎজিম চাকমার আন্তরিকতা, দিকনির্দেশনা পাশাপাশি উপর ওয়ালার আর্শিবাদে বাবাকে করোনামুক্ত করে বাঁচানো সম্ভব হয়েছে। বিজয় গিরি চাকমা এলাকায় দানবীর হিসেবেই পরিচিত। নালকাটা কমিউনিটি ক্লিনিকে ৫শতক, মন্দিরে ২০শতক, কে.জি. স্কুলে ৪০শতক, নালকাটা উচ্চ বিদ্যালয়ে ৫০শতক, শান্তিপুর অরণ্য কুটিরে ৫একর, শিলাচার বন বিহারে ১০একর ও নালকাটা উচ্চ বিদ্যালয়ের পাশে বৌদ্ধ মন্দিরের জন্য রাস্তা দান করে এলাকায় দানবীর হিসেবেই সুনাম অর্জন করেছেন।
অপরদিকে খাগড়াছড়ির দীঘিনালায় লকডাউনে কঠোর অবস্থানে মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন। কঠোর লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্যকারীদেকে প্রতিদিন জেল জরিমানার করছে দীঘিনালা উপজেলায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আব্দুল্লাহ আল ইমরান।
নির্বাহী ম্যাজিষ্টেট্র মো: আব্দুল্লাহ আল ইমরান বলেন, সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী আইন শৃংখলা বাহিনীর সম্বনয় আমরা করোনাকালীন সময় সরকারী বিধিনিষেধ অমান্যকারীদের জেল জরিমানা করা হচ্ছে প্রতিদিন এবং সরকারী বিধিনিষেধ মেনে চলার জন্য আহবান করছি। তবে দীঘিনালা উপজেলার জনগণ সরকারী বিধিনিষেধ প্রতি শ্রদ্ধাশীল প্রয়োজন ছাড়া বাড়ি বাহিরে বের হয় কম। মঙ্গলবার(২৭শে জুলাই) সরকারী বিধিনিষেধ অমান্য করে ইজিবাইকের গ্যারেজ খোলার দায়ে কবাখালী বাজারের এককে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে সারাদেশের সাথে পাল্লা দিয়ে পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে প্রানঘাতি করোনা ভাইরাসের সংক্রমনও। প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যাও। এ পরিস্থিতিতে করোনার সংক্রমন রোধে মাটিরাঙায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো: হেদায়েত উল্যাহ সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন