খাগড়াছড়ি দীঘিনালায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন ও এক মিনিট নিরবতা পালন করা হয়েছে।
শনিবার (২৫শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কলেজ গেইট এলাকার বঙ্গবন্ধু চত্বরে যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা ইউনিটের উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বিকেল থেকে সেচ্ছাসেবীরা বঙ্গবন্ধু চত্বর পরিস্কার-পরিচ্ছন্ন করে প্রোগ্রামের উপযোগী করেন। পরে সূর্যাস্ত গেলে বিডিআর বিদ্রোহে নির্মমভাবে হত্যার শিকার শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন যুব রেডক্রিসেন্ট সদস্যরা। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য ও সেচ্ছাসেবকদের সমন্বয়ক সাংবাদিক পলাশ বড়ুয়া।
এসময় অন্যদের মধ্যে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য আব্দুর রহমান, উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা হাসান মোর্শেদ রিফাত, উপ-দলনেতা রবিউল আওয়াল প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রদীপ প্রজ্জ্বলন ও এক মিনিট নিরবতা পালন শেষে নিহত শহীদ সেনা কর্মকর্তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন