খাগড়াছড়ি দীঘিনালায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন ও এক মিনিট নিরবতা পালন করা হয়েছে।
শনিবার (২৫শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কলেজ গেইট এলাকার বঙ্গবন্ধু চত্বরে যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা ইউনিটের উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বিকেল থেকে সেচ্ছাসেবীরা বঙ্গবন্ধু চত্বর পরিস্কার-পরিচ্ছন্ন করে প্রোগ্রামের উপযোগী করেন। পরে সূর্যাস্ত গেলে বিডিআর বিদ্রোহে নির্মমভাবে হত্যার শিকার শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন যুব রেডক্রিসেন্ট সদস্যরা। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য ও সেচ্ছাসেবকদের সমন্বয়ক সাংবাদিক পলাশ বড়ুয়া।
এসময় অন্যদের মধ্যে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য আব্দুর রহমান, উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা হাসান মোর্শেদ রিফাত, উপ-দলনেতা রবিউল আওয়াল প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রদীপ প্রজ্জ্বলন ও এক মিনিট নিরবতা পালন শেষে নিহত শহীদ সেনা কর্মকর্তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।