খালেদা জিয়ার সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সাঈদ বিন হাজর আল শাহী।

চেয়ারপারসনের গুলশানের বাসভবনে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় শুরু হওয়া সাক্ষাৎকারটি প্রায় এক ঘণ্টা চলে।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ জনশক্তি সে দেশে নেওয়ার এবং বাংলাদেশে ব্যবসায়িকভাবে অধিক বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।

তিনি বাংলাদেশের জনগণের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা পদ্ধতি আরো সহজ ও উন্মুক্ত করার অনুরোধ জানান সে দেশের সরকারের প্রতি।

রাষ্ট্রদূত বাংলাদেশের জনশক্তির ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশের জনশক্তি অত্যন্ত নিষ্ঠাবান, কর্তব্যপরায়ণ, সৎ, দক্ষ ও কর্মঠ।
সাক্ষাতের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।