গাইবান্ধায় বিশেষ অভিযানে ৭০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

গাইবান্ধা জেলা ডিবি অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান গাইবান্ধা এর নেতৃত্বে ডিবি, গাইবান্ধার অফিসার/ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনার সময়
৭০ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিলসহ মাদক ব্যবসয়ী আটক।

বুধবার (২৬ এপ্রিল) রাতে গাইবান্ধা এসপি অফিস হতে প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়, বুধবার দুপুরে গাইবান্ধা জেলার সদর থানাধীন গাইবান্ধা পৌরসভার ০২নং ওয়ার্ড কাঠপট্টি জনৈক হাসান চাউল ঘর এর দোকানের সামনে রেলওয়ে স্টেশন থেকে ডিবি রোডগামী পাকা রাস্তার উপর আসামীর ভাড়া করা অটো তল্লাশি করে আসামীর পায়ের নীচ হইতে ১টি সুপারি ভর্তি চটের বস্তার ভিতর কৌশলে ঢোকানো আর একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত অবস্থায় অবৈধ মাদক দ্রব্য ৭০বোতল ফেন্সিডিল ও ৮০০ পিস সুপারি উদ্ধার করে ও আলামত হিসেবে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী শ্রী সহদেব চন্দ্র বর্মণ(২৫),পিতা- মৃত সুশীল চন্দ্র বর্মণ,সাং-পূর্ব দোলজোর,থানা- আদিতমারী জেলা- লালমনিরহাট।

আসামির বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন।