গাইবান্ধার গোবিন্দগঞ্জে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিজস্ব মিলনায়তনে (৯ মে) সোমবার সকালে এক কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষক প্রদানে অংশ নেন গাইবান্ধা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষি কর্মকর্তা রাজেন্দ্রনাথ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ।
অতিরিক্ত উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান,অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকতা আজিম উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকতা ধনেশ্বর বিশ্বাস,আবু রায়হান। প্রশিক্ষণে মিষ্টি আলু, ওল,লতি কচুসহ অন্যান্য
কন্দাল ফসল উন্নয়নে খুব সহজ পরিচর্যার মাধ্যমে যাতে চাষীরা লাভবান হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারী ৬০ জন কৃষকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন