গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষাথীদের মাঝে নতুন বই বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/IMG_20230101_214414.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে।
রোববার (১ জানুয়ারী) গোবিন্দগঞ্জের কাঠালবাড়ী মোস্তাফিয়া ফাজিল ডিগ্রি মাাসদ্রা ও বাগদা মাহমুদবাগ দ্বিঃমুখী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ হতে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ গোলাপ. কাঠালবাড়ী ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃআঃ ওহাব, মাদ্রাসা কমিটির সভাপতি মোতাহার মাহমুদ.মাহমুদ, বাগদা মাহমুদবাগ দ্বিঃমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সহকারি শিক্ষক নজরুল ইসলাম সাংবাদিক আঃ খালেক মন্ডল,গোলাপ বলেন, র্স্মাট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত থাকতে হবে। দেশ প্রেম আদর্শে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে নতুন বছরের উপহার হিসেবে বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন