গাইবান্ধার পলাশবাড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তায় পৌর মেয়রের উদ্যোগে মতবিনিময়
গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের কালীবাড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা কল্পে পৌর মেয়রের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে স্থানীয় পিয়ারী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বাজার ব্যবসায়ীসহ সর্বস্তরের স্থানীয়দের উপস্থিতিতে পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি ব্যবসায়ী শহিদুল ইসলাম বাদশা, এনামুল হক মকবুল, সাবেক আ’লীগ নেতা আজাদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী দীলিপ চন্দ্র সাহা, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন, পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, পৌর কাউন্সিলর আশাদুজ্জামান শেখ ফরিদ ও যন্ত্রাংশ বিক্রেতা ব্যবসায়ী আলহাজ্ব কামীম।
এসময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ছাড়াও এসময় বিপূল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সমগ্র সভাটি স ালনায় ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি ক্রোকারিজ ব্যবসায়ী বাবু নির্মল মিত্র।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেয়র ছাড়াও বক্তারা যার-যার অবস্থান থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের সহায়তা করবেন। সেইসাথে বাজারের অন্য ব্যবসায়িদের মানবিক সহায়তাসহ সর্বস্তরের সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়।
সভায় তাৎক্ষণিক ব্যক্তিগত তহবিল থেকে মেয়র ৫০ হাজার টাকা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ৫ হাজার ও আ’লীগ সাধারণ সম্পাদক ১০ হাজার টাকাসহ ৭৩ হাজার টাকা সহয়তার প্রতিশ্রুতি দেয়া হয়। শেষে ‘মানবিক সহায়তা’ কল্পে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য; গত বৃহস্পতিবার দিনগত রাতশেষে ২৩ ডিসেম্বর শুক্রবার ভোররাতে আকস্মিক ভয়াবহ অগ্নিকান্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান সর্বস্ব ভস্মিভূত হয়। স্থানীয়দের ধারনা অগ্নিকান্ডে অন্ততঃ ২/৩ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন