গাইবান্ধার পলাশবাড়ীতে উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন অফিস এবং উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিন পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকালে শুরুতেই তিনি উপজেলার পলাশবাড়ী থানা ভবন, উপজেলা (ভূমি) অফিস পরিদর্শন করেন। পরে তিনি উপজেলার হোসেনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়, ডিজিটাল সেন্টার ও হোসেনপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

এরপর তিনি হোসেনপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম সঠিকভাবে পালনের লক্ষ্যে ইউপি চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তাসহ সকল ইউপি সদস্যসহ গ্রাম পুলিশদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এছাড়াও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাতায়াতের রাস্তা সংস্কারের পরামর্শ প্রদানসহ গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, সহকারি কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদুজ্জামান, হোসেনপুর ইউপি চেয়ারম্যান মো. তৌফিকুল আমিন মন্ডল টিটুসহ ইউপি সদস্যবৃন্দ ছাড়াও অন্যানরা উপস্থিত ছিলেন।

এদিকে; এদিন পলাশবাড়ী পৌরসভা পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবসহ পৌর কাউন্সিলবৃন্দ ছাড়াও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেষে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগমসহ উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।