গাইবান্ধায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে সোমবার গাইবান্ধায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’।
গাইবান্ধা কালেক্টরেট সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক মো. এনামুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আব্দুস সালাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনর রশিদ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, পরিসংখ্যান তদন্তকারি শাহ আলম মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, পরিসংখ্যান ব্যুরো প্রধানত তিন ধরণের শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা সফলতা অর্জন করেছে। তারা বলেন, কৃষিতে বাংলাদেশ এগিয়ে গেছে, প্রবাসী আয় বেড়েছে ও দারিদ্র্যের হার কমিয়ে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েুছে। এছাড়া শিশু ও মাতৃত্বের মৃত্যুহারও কমে গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন