গাইবান্ধায় পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা
১৫ জুলাই ২০২১ খ্রিঃ ১১.০০ ঘটিকার সময় রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের ২০২১ সালের জুন মাসের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। কোভিড’১৯ এর প্রাদুর্ভাবজনিত কারণে রেঞ্জ ডিআইজি মহোদয় অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত সভা অনুষ্ঠান করেন।
সভায় অত্র রেঞ্জের গত জুন মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা হয়। উক্ত সভা শেষে একই স্থানে পবিত্র ঈদ-উল আযহা’২০ উদ্যাপন উপলক্ষে ‘আইন-শৃঙ্খলা বিষয়ক সভা’ অনুষ্ঠিত হয়।
এছাড়াও সভায় অত্র রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ২০২১ সালের জুন মাসে অত্র রেঞ্জের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করেন এবং পুরস্কার বিতরণের ব্যবস্থা গ্রহণ করেন।
বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে জুন মাসে দিনাজপুর সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুজন সরকার, শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে নীলফামারী সদর থানার এসআই পরিতোষ বর্মন, শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার এসআই মোঃ রেজাউল ইসলাম, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার এএসআই মোঃ শফিকুল ইসলাম, শ্রেষ্ঠ এএসআই হিসেবে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার এএসআই মোঃ সারোয়ার জাহান সেরনিয়াবাদ, শ্রেষ্ঠ থানা হিসেবে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব মোঃ আজিম উদ্দিন, শ্রেষ্ঠ জেলা হিসেবে রংপুর জেলার পুলিশ সুপার জনাব বিপ্লব কুমার সরকার, বিপিএম-বার, পিপিএম, অজ্ঞাতনামা লাশ সনাক্তকরণ, আসামী গ্রেফতার ও রহস্য উদ্ঘাটনের জন্য লালমনিরহাট জেলার এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মারুফা জামাল এবং পঞ্চগড় ডিবি’র পুলিশ পরিদর্শক জনাব জয়ন্ত কুমার সাহা, হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামী গ্রেফতারের জন্য নীলফামারী জেলার জলঢাকা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ ফজলুর রহমান, বৃদ্ধ ব্যক্তিকে রাস্তা পারাপার, প্রতিবন্ধি ও অন্যান্য ব্যক্তিদের মাস্ক বিরতণ, লকডাউন বাস্তবায়নে প্রচারণা ইত্যাদি সেবামূলক কার্যক্রমের জন্য গাইবান্ধা ট্রাফিক পুলিশের পরিদর্শক (শহর ও যানবাহন) জনাব মোঃ নুর আলম সিদ্দিক, দেবর কর্তৃক ভাবী হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামী গ্রেফতারের জন্য রংপুর ডিবি’র এসআই মোঃ শাহআলম, ৩,৩৮,০০০/-টাকা চুরি সংক্রান্তে আসামী গ্রেফতারের জন্য নীলফামারী জেলার সৈয়দপুর থানার এসআই ইন্দ্র মোহন রায় এবং ওএমএস এর চাল পাচারকালে জড়িত লিডারদের অনিয়ম ও দুর্নীতি দমনে প্রশংসনীয় ভূমিকার জন্য পঞ্চগড় ডিবি’র এএসআই মোঃ রাশেদুল ইসলামগণ বিশেষ পুরষ্কারে পুরষ্কৃত হন।
রংপুর রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম-বার, পিপিএম-সেবা, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোঃ ওয়ালিদ হোসেন, পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ওয়েলফেয়ার) জনাব মোঃ আব্দুল লতিফ, পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ক্রাইম এ্যানালাইসিস) জনাব মোঃ আকতার হোসেন, পুলিশ সুপার (ডিসিপ্লিন এ্যান্ড প্রসিকিউশন) জনাব খন্দকার খালিদ বিন নূর পুলিশ সুপার (অপারেশনস্ অ্যান্ড ট্রাফিক) জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম-সেবা সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন। সভা অনুষ্ঠানকালে অত্র রেঞ্জের রংপুর জেলার পুলিশ সুপার জনাব বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার), পিপিএম, কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব সৈয়দা জান্নাত আরা, দিনাজপুরের পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম-বার, লালমনিরহাটের পুলিশ সুপার জনাব আবিদা সুলতানা, বিপিএম, পিপিএম, নীলফামারীর পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পঞ্চগড়ের পুলিশ সুপার জনাব মোহাম্মদ ইউসুফ আলী, গাইবান্ধার পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অত্র রেঞ্জ দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন) জনাব মোঃ শরিফুল আলম, সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) জনাব এ, বি, এম জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন